শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কারাগার থেকে ১৪ মামলার আসামি ইউপি চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইসলামী ঐক্যজোটের যুগ্মসম্পাদক মনিরুল ইসলাম কারাবন্দি অবস্থায় তালশহর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত বছরের ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মী-সমর্থকদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় করা ১৪ মামলায় অভিযুক্ত মনিরুলকে ২১ জুন পুলিশ গ্রেফতার করে। এর পর থেকেই তিনি বন্দি। তিনি কারাগারে থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এলাকায় তিনি ইসলামী ঐক্যজোট নেতা হিসেবেই পরিচিত। মনিরুলের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন তাঁর চাচাতো ভাই হুসেন মিয়া। মনিরুলের স্ত্রী তাসলিমা আক্তার ও মেজ ছেলে সাইফুল বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন। এতে তাঁর প্রতি মানুষের দরদ তৈরি হয়েছে বলে মনে করা হয়। হুসেন মিয়া বলেন, মনিরুল পেশায় ডেকোরেটর ব্যবসায়ী। তিনি হেফাজতের সহিংসতার সঙ্গে সম্পৃক্ত নন। তাঁকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। তালশহর পূর্ব ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন আটজন। ভোট গ্রহণ করা হয় ৫ জানুয়ারি। স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম চশমা প্রতীকে ৩ হাজার ৯৬১ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আবদুস সালাম পেয়েছেন ২ হাজার ৪৭২ ভোট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর