শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মালি মিশনে গেছেন বিমান বাহিনীর ৭০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

মালি মিশনে গেছেন বিমান বাহিনীর ৭০ সদস্য

মালি গমনের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএএফ শান্তিরক্ষীগণ -আইএসপিআর

বাংলাদেশ বিমানবাহিনী রিপাবলিক মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্টে ১১০ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে যাচ্ছে। মালিতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন একটি কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপনের অংশ হিসেবে বিমানবাহিনীর ৭০ সদস্য গতকাল ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে মালি গেছেন। কন্টিনজেন্টের বাকি সদস্যরা ৩ ফেব্রুয়ারি মালি যাবেন।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন মো. রবিউল হাসান। সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম বাশার ঘাঁটিতে কন্টিনজেন্ট সদস্যদের বিদায় জানান। এর আগে ২ জানুয়ারি বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান মালিগামী বিমানবাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর