শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৩৪ দিন পর একাডেমিক কার্যক্রমে কুয়েট শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

টানা ৩৪ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক কার্যক্রমে ফিরছেন শিক্ষকরা। গতকাল শিক্ষক সমিতির সাধারণ সভায় একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। একই সঙ্গে প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় দ্রুততম সময়ে আইনি বিচারিক প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়েছে। কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। জানা যায়, প্রফেসর ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সম্পৃক্তদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারসহ পাঁচ দফা দাবিতে ২ ডিসেম্বর থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। এরপর শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন যাচাই করে ৪৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ছাত্র-শৃঙ্খলা কমিটি। এর মধ্যে ৪ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গৃহীত সিদ্ধান্তের আলোকে শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম বর্জনে আগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। সভায় ১১৪ জন শিক্ষক সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে শিক্ষক সেলিম হোসেনের পরিবারকে প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য অর্থনৈতিক সুবিধাসহ অতিরিক্ত এক কোটি টাকা ক্ষতিপূরণ, তার স্ত্রীকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী চাকরি প্রদান ও শিক্ষকের মৃত্যুর ঘটনায় আইনি- বিচারিক প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শুরু করার দাবি জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর