শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পূর্তিতে আবৃত্তি

সাংস্কৃতিক প্রতিবেদক

কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপনে কবিতাটির আবৃত্তির আয়োজন করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা জ্যোতিপ্রকাশ। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা সংলগ্ন কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ আবৃত্তির আসর।

অনুষ্ঠানে দ্রোহ, প্রেম, মানবতা ও বাঙালির মননের কবি নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করেন যাত্রাব্যক্তিত্ব মিলন কান্তি দে। ভরাট কণ্ঠের দীপ্ত উচ্চারণে অনুষ্ঠানস্থলে দ্রোহের চেতনা ছড়িয়ে দেন যাত্রানট ও বাচিকশিল্পী মিলন কান্তি দে। প্রতিটি পঙ্ক্তির উচ্চারণ শেষে মুহুর্মুহু করতালিতে কবির অনুরাঈ মিলন কান্তিকে অভিবাদন জানান অনুষ্ঠানে আগত নজরুলপ্রেমীরা। ইতিহাসের খেরোখাতায় বিপ্লবী চেতনার অংশ হয়ে থাকা এ কবিতাটির আবৃত্তির পরিবেশনা শেষে দর্শক-শ্রোতাদের ‘ওয়ান মোর ওয়ান মোর’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে কবির সমাধি প্রাঙ্গণ। এরপর কবিতাপ্রেমীদের অনুরোধে মিলন কান্তি দে আরও চারটি কবিতা আবৃত্তি করেন। এর আগে দুটি নজরুলসংগীত পরিবেশন করেন শাহীনা পারভীন। কবি মহসীন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এস বি বিপ্লব, যাত্রাশিল্পী এম আলীম, আলীনুর, জ্যোতিপ্রকাশের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন টিমোনী খান রীনো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর