শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাজধানীর রাহাত টাওয়ারে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারে গতকাল অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনে যমুনা টিভির একটি সেন্টার রয়েছে। রাহাত টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স) জিল্লুর রহমান বলেন, এসি বা ইলেকট্রনিক সরঞ্জাম থেকে আগুন লেগে থাকতে পারে। তবে এটি তদন্ত ছাড়া সঠিকভাবে বলা যাবে না। তামিম নামে এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, এসি থেকে ধোঁয়া বের হতে দেখেছি। কিন্তু বেশি ধোঁয়ার কারণে কাছাকাছি যাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ চেষ্টার পর ফায়ার এলার্ম বাজিয়ে সবাইকে নিয়ে নিচে নেমে আসি।

মহাখালী ফ্লাইওভারে হঠাৎ গাড়িতে আগুন : রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গতকাল রাত সোয়া ৯টায় একটি প্রাইভেটকারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় পথচারীসহ অন্য গাড়ি ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তার দুই ধারে কিছুটা যানজট লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, অগ্নিকান্ডের কারণ এখনো জানা যায়নি। এছাড়া গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলার ছয়তলা নামক স্থানে একটি ইজিবাইক তৈরির টিনশেড কারখানায় আগুন লাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর