শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষায় সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তা না হলে বাংলাদেশ কখনই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। জনগণের ভোটাধিকারহরণ করায় গণতন্ত্র হুমকির মুখে। সুশাসনের অভাবে জনগণ আজ সত্য কথা বলতেও ভয় পায়। দেশের অনেক মানুষ গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। একটি উন্নত রাষ্ট্র গড়ে তুলতে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও ভোটাধিকার রক্ষার বিকল্প নেই। গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘বাংলা বিপ্লব’ আয়োজিত ‘বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যৎ যুব সহযোগিতা’ বিষয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভার শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি আমেরিকান সিটি কাউন্সিলর আজরিন আউয়ালকে অভিনন্দন জানানো হয়। এ সময় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন আজরিন আউয়ালকে ফুলেল শুভেচ্ছা জানান। আজরিন আউয়াল সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘ডুলুথ, মিনেসোটা’ শহরের সিটি কাউন্সিলর নির্বাচিত হন। আরও বক্তব্য রাখেন বাংলা বিপ্লবের সভাপতি সাকিব আলী, অধ্যাপক সিদ্দিক হোসেন, মো. আবদুল বারী, ডি এম আমিরুল ইসলাম অমর, মেহরাব পিয়াস, নুসরাত কেয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর