শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

একাদশে ভর্তি আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আজ। ১৫ জানুয়ারি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) ভর্তির জন্য আবেদন করতে পারবে। ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি কলেজে এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজ মনোনয়ন দেওয়া হবে। ভর্তি নীতিমালার তথ্যমতে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় ২৯ জানুয়ারি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন করা যাবে। এ আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১৩ ফেব্রুয়ারি তৃতীয় দফায় আবেদন গ্রহণের পর ১৫ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কলেজগুলোতে ভর্তি কার্যক্রম চলবে। ২ মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর