রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বরিশালে বিরোধী দল মোকাবিলায় যুবলীগ ঢেলে সাজানোর উদ্যোগ

বিশেষ বর্ধিত সভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আগামী দিনে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি মোকাবিলায় বরিশাল জেলা ও মহানগর যুবলীগ ঢেলে সাজানোর উদ্যোগ শুরু হয়েছে। ২৭ বছরের পুরনো জেলা কমিটি এবং ১৭ বছরের পুরনো মহানগর কমিটির নিষ্ক্রিয়দের ছেঁটে ফেলে তরুণ কর্মোদ্দীপ্তদের হাতে যুবলীগের আগামী নেতৃত্ব তুলে দিতে চাইছে আওয়ামী লীগ নেতারা। গতকাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় এমন ইঙ্গিত দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। যুবলীগের চেয়ারম্যানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন নেতৃত্ব গঠনের পথ বাতলে দেন তিনি। জাতীয় বিভিন্ন দিবস ও স্থানীয় নানা রাজনৈতিক কর্মসূচিতে জেলা ও মহানগর যুবলীগের পদবিধারীসহ পুরনো কমিটির দু’একজন ব্যতিরেকে বেশিরভাগ নেতা অনুপস্থিত থাকলেও গতকাল জেলা শহরের বাইরে রহমতপুরে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় ঢল নামে নেতা-কর্মীদের। জেলা ও মহানগরের নতুন কমিটিতে স্থান পেতে গতকালের সভায় পুরনো কমিটির পদবিধারী বেশিরভাগ নেতা-কর্মীসহ উঠতি নেতাদের আধিক্য ছিল। জেলা যুবলীগ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, এখন রুমে বসে কমিটি করার সময় নয়। যুবলীগের সম্মেলন হবে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনের মতো বড় আয়োজনে। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হলে জেলা ও মহানগর যুবলীগ হবে শক্তিশালী সংগঠন। যারা আগামী দিনে রাজপথের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম ও মতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম ও জহিরুদ্দিন খসরুসহ স্থানীয় নেতারা।

সর্বশেষ খবর