রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

খুলনায় ট্রিপল মার্ডারের আসামিরা জামিনে মুক্ত, এলাকায় আতঙ্ক

প্রতিবাদে মিছিল বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা খানজাহান আলী থানার মশিয়ালীতে আলোচিত ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামিরা জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছেন। তারা মামলা তুলে নিতে বাদীপক্ষকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। জানা যায়, ২০২০ সালের ১৬ জুলাই রাতে মহানগরীর মশিয়ালীতে প্রভাবশালী জাকারিয়া ও মিল্টনদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ১০ জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামে যুবককে পিটিয়ে হত্যা ও তাদের বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। মহানগরী ডিবি পুলিশ বিভিন্ন সময় মামলার ১৮ আসামি গ্রেফতার করে। তবে সম্প্রতি তার অধিকাংশই জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছেন। তারা তিন খুন মামলা তুলে নেওয়াসহ জিহাদ হত্যার প্রতিশোধ নিতে হুমকি দিচ্ছেন। এতে এলাকাবাসীর মধ্যে ফের আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে ট্রিপল হত্যা মামলার আসামি মিল্টনের স্ত্রী শারমিন সুলতানা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট-২-এর আদালতে গ্রামের ৫৩ জনকে আসামি করে পাল্টা অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন- ঘটনার রাতে আসামিরা রামদা, লোহার রড, বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে তাদের ওপর হামলা করেন। উভর পক্ষের মারামারিতে একাধিক ব্যক্তির মৃত্যু হয়। পরে আসামিরা মিল্টনের বাড়িতে ঢুকে লুটপাট চালান ও আসবাবপত্রে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এদিকে ট্রিপল মার্ডার মামলার আসামিদের পুনরায় গ্রেফতারসহ দ্রুত শাস্তি প্রদানের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল মিছিলটি মশিয়ালী আলিয়া মাদরাসার সামনে থেকে শুরু হয়ে সিঅ্যান্ডবি মাঠ, শহীদ শাহাদাত সড়ক ও মীনাবাজার হয়ে আলিয়া মাদরাসার সামনে এসে শেষ হয়। স্থানীয় সন্ত্রাস নির্মূল কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল সরদার বলেন, ‘ট্রিপল মার্ডারের আসামিরা এলাকায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তাদের পুনরায় গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।’

সর্বশেষ খবর