রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

‘আতশবাজির বিরুদ্ধে আইনের প্রয়োগ না থাকা দুঃখজনক’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন বলেছেন, আতশবাজি, বোমা ফাটানোর বিরুদ্ধে আইন থাকলেও তার প্রয়োগ না থাকা দুঃখজনক। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, থার্টিফার্স্ট নাইট উদযাপনে উন্মাদনা, আতশবাজি, বোমা ফাটানোকে কেন্দ্র করে ২০০ স্থানে অগ্নিকান্ড, ভয়ংকর শব্দদূষণে শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ, বৃদ্ধ, হার্টের রোগী ও শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে তার দায়ভার কে নেবে? ভবিষ্যতে এ ধরনের অনর্থক ও অন্যায় কাজ দ্বারা যেন দেশ ও জনগণের ক্ষতি না হয় সে জন্য ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর