রবিবার, ৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে মেয়রের কাছে নালিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদের পর সেখানে আবার দোকান নির্মাণ করছে একটি চক্র- এমন অভিযোগ করে ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে এ দাবি জানান মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। তিনি লিখিত অভিযোগে বলেন, এ নিয়ে আগে অভিযোগ করা হলেও ডিএসসিসি কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চক্রটি ভাঙা দোকানগুলো পুনরায় নির্মাণ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। অবৈধ স্থাপনা ভাঙার আগে চক্রটি মার্কেটটির খোলা জায়গায় ৫০০ কেবির জেনারেটর, ১২টি চলন্ত সিঁড়ি বিক্রি করে টাকা হাতিয়েছে। এ ছাড়া ফাঁকা জায়গায় ৬৫৭টি দোকান নির্মাণ করে শত শত কোটি টাকা হাতিয়েছে। শ্রম অধিদফতর ১২ অক্টোবর যে কমিটিকে অনুমোদন দেয় (রেজি. নম্বর-৪২০৩) সেই কমিটির কর্মকর্তাদের সন্ত্রাসী কায়দায় বের করে দিয়ে ওই চক্রটি জোর করে ইউটিলিটি বিল আদায় করে তা পরিশোধ না করে ৭০ লাখ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে আবারও ইউটিলিটি বিল আদায়ের প্রস্তুতি নিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর