সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

৩৬ দিন পর কুয়েটে ক্লাস শুরু

শিক্ষার্থীদের পদচারণে মুখরিত ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

টানা ৩৬ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম শুরু হলো। গতকাল সকালে ক্লাস শুরুর নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ বিভাগে উপস্থিত হন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আবারও মুখরিত হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ে ৭৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার সকাল ১০টা থেকে ছাত্রহল খুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য শাখার মুখেপাত্র রবিউল ইসলাম তথ্য জানিয়েছেন। জানা যায়, কুয়েটের ইইই শাখার প্রফেসর ও লালন শাহ হলের প্রভোস্ট ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতির আশঙ্কায় ৩ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রহল বন্ধ ঘোষণা করা হয়। গত ৩০ নভেম্বর দুপুরে কুয়েটের ইইই শাখার প্রফেসর ও লালন শাহ হলের প্রভোস্ট ড. মো. সেলিম হোসেন হার্ট অ্যাটাকে মারা যান। অভিযোগ ওঠে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সেলিম হোসেন কুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর মানসিক নিপীড়নের শিকার হয়েছিলেন। পরে তদন্ত কমিটির প্রতিবেদন যাচাই করে ৪৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি। কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরেছে।এদিকে গত ৫ জানুয়ারি সিন্ডিকেটের ৭৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের বেশ কিছু নির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিধি ও আবাসিক হলের নিয়মাবলি কঠোরভাবে মেনে চলা, পরিচালক (ছাত্র কল্যাণ) এর পূর্বানুমোদন ছাড়া শিক্ষার্থীদের মিছিল, সভা-সমাবেশসহ সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ, ক্যাম্পাসের প্রবেশদ্বারসহ একাডেমিক এলাকায় শিক্ষা কার্যক্রম বহির্ভূত ব্যানার, ফেস্টুন, পোস্টার টানানো নিষিদ্ধ করা হয়েছে। কুয়েটের আবাসিক হলে ১৪ ব্যাচ বা তার পূর্ববর্তী ব্যাচসমূহের বসবাসরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ৩১ জানুয়ারির মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর