সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

টেকনাফে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে নাফনদীর তীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এর বাজার মূল্য ৩ কোটি ৬০ লাখ টাকা প্রায়। গত শনিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল বেড়িবাঁধের কাছে অবস্থান নেয়। রাত পৌনে ৮টার দিকে সন্দেহভাজন দুই চোরাকারবারিকে নাফনদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে বেড়িবাঁধ সংলগ্ন ধানখেতের মধ্য দিয়ে আসতে থাকলে তাদের চ্যালেঞ্জ করা হয়। তবে ঘন কুয়াশার সুযোগ নিয়ে কারবারিরা দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে উক্ত স্থানের ধানখেতের ভিতর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর স্টোরে জমা রাখা হয়েছে।

সর্বশেষ খবর