সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সিলেটে আট দাবি নিয়ে রাস্তায় ফুডপান্ডার রাইডাররা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

আট দফা দাবিতে সিলেটে আন্দোলনে নেমেছেন অ্যাপসভিত্তিক  ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডার’ রাইডাররা। গতকাল তারা নগরীতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। দাবি না মানলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।  গতকাল বেলা ২টার দিকে নগরীর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ থেকে মিছিল বের করেন রাইডাররা। মিছিলটি জিন্দাবাজার হয়ে মিরাবাজারস্থ ফুডপান্ডার অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে অফিসের সামনে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ প্রদর্শন করেন। আন্দোলনে অংশ নেন ফুডপান্ডার দুই শতাধিক রাইডার। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ‘ফুডপান্ডা’ প্রতিষ্ঠানটির রাইডারদের সঙ্গে অনিয়ম করে আসছে। রাইডারদের সুযোগ-সুবিধার কথা চিন্তা না করে একতরফাভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে রাইডাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাইডারদের আট দফা দাবির মধ্যে রয়েছে- ডেলিভারি চার্জ বাড়ানো, ব্যাচ অনুযায়ী ডেলিভারি চার্জ চার্ট আকারে অফিসের দেয়ালে টানানো, প্রত্যেক রাইডারকে এক বছর মেয়াদে একটি করে ব্যাগ ও দুটি টিশার্ট বিনামূল্যে প্রদান।

সর্বশেষ খবর