সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সীতাকুন্ডে বিপুল মানহীন চোরাই বিটুমিন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সীতাকুন্ডের বাংলাবাজার এলাকায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৫০ লিটার মানহীন চোরাই বিটুমিন জব্দ করেছে। এ সময় তারা তিনজনকে গ্রেফতার করেছে। গত ৩ জানুয়ারি এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলেন মো ইরফান, ইসরাফিল হাসান এবং মো শাহ আলম। র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ গতকাল জানান, ‘সীতাকুন্ডের বাংলাবাজার এলাকার সুকতার মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে মো. ইরফানের একটি অবৈধ বিটুমিন ডিপো আবিষ্কার করা হয়। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে ডিপো থেকে ১৫ হাজার ৪৫০ লিটার চোরাই বিটুমিন উদ্ধার করা হয়। জব্দ করা হয় কয়েকটি বৃহদাকার লোহার তৈরি ট্যাংক, গ্যাস সিলিন্ডার, বিটুমিন সরবরাহের পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে  চোরাই বিটুমিন মজুদ করে ক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।

সর্বশেষ খবর