সোমবার, ১০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় খোয়াবনামা ও জল পলকের গান মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার দুই মিলনায়তনে মঞ্চায়ন হলো দুটি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘খোয়াবনামা’ ও পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত নাটক ‘জল পলকের গান’। গতকাল সন্ধ্যায় একই সময়ে দুই মিলনায়তনে মঞ্চায়ন হয় এই দুটি নাটক। প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের ৩৭তম প্রযোজনার এই নাটকটি মঞ্চায়ন করে প্রাচ্যনাট। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের গল্প অবলম্বনে ও মো. শওকত হোসেন সজীবের নাট্যরূপে ‘খোয়াবনামা’র নির্দেশনায় ছিলেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবনের গল্প উঠে এসেছে এই নাটকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ। অন্যদিকে, পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ প্রযোজিত নাটক ‘জল পলকের গান’ নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান অর্ক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর