বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
কম্বল পেয়ে শীতার্তদের প্রার্থনা

বসুন্ধরার মালিককে আল্লাহ ভালো করুক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বসুন্ধরার মালিককে আল্লাহ ভালো করুক

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পাঠানো শীতের উপহার কম্বল বিতরণ করা হয়েছে বগুড়ার শেরপুর উপজেলায়। গতকাল দুপুরে উপজেলার সাধুবাড়ী সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ২০০ কম্বল গরিব, অসহায়দের মাঝে বিতরণ করা হয়। কম্বল পেয়ে আলেয়া বেগম বলেন, সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যান। দুই ছেলে এক মেয়েকে নিয়ে খুবই কষ্টে দিন পার করি। অভাবের সংসারে শীতের কম্বল কিনব কেমনে। তাই কষ্ট করে রাত পার করি। অনেকের কাছেই কম্বল চেয়েছিলাম। কেউ দেয়নি। তবে এই নতুন কম্বল পেয়ে অনেক উপকার হলো। বসুন্ধরার মালিককে আল্লাহ ভালো করুক। কালের কণ্ঠ শুভসংঘের স্থানীয় উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল হাই বারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠানের নাম বসুন্ধরা গ্রুপ। ব্যবসা-বাণিজ্যে সফল ওই প্রতিষ্ঠানটি অতীতের ন্যায় এবারও দেশব্যাপী দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতে কষ্টে থাকা মানুষের পাশে থেকে অসংখ্য কম্বল দিয়ে যাচ্ছে। এটিও প্রশংসার দাবি রাখে। করোনাকালেও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপ নজির সৃষ্টি করেছিল উল্লেখ করে এমপি হাবিবর রহমান বলেন, তাদের মতো সমাজের সব      বিত্তবানের এগিয়ে আসা উচিত। বসুন্ধরা গ্রুপ এভাবে সবসময় মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বসুন্ধরা গ্রুপের জনকল্যাণমুখী বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করে দেশের সব শিল্পপ্রতিষ্ঠানকেই দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান। প্রতিবন্ধী হতদরিদ্র সুখজান বেগম বলেন, এবারের শীতে কেউ আমাদের খবর না নিলেও বসুন্ধরা গ্রুপ আমাদের নতুন কম্বল দিয়েছে। এই কম্বল পেয়ে আমরা অনেক খুশি। আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুক। শুভসংঘ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিম ইফতেখার শামিম, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, কালের কণ্ঠ শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী, শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদের মজনু, সহ-সভাপতি শাহনাজ পারভীন, সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. রফিকুল ইসলাম, সমাজসেবক আবদুস সাত্তার সামেদ, এমপির পিএস কোরবান আলী মিলন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চাঁন। এ ছাড়া কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা ডা. আখতারুল আলম আজাদ, সদস্য আবদুল আলীম, মোস্তাফিজুর রহমান মন্টু, গোলাম রব্বানী, ডা. সারোয়ার হোসেন, সুমন মিয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর