বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিল্পায়নে প্রস্তুত রাজশাহীর বিসিক শিল্পনগরী-২

কাজী শাহেদ, রাজশাহী

রাজশাহীতে একেবারে শেষ দিকে বিসিক শিল্পনগরী-২-এর কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। চলছে শেষ মুহূর্তের রঙের কাজ। এখানে প্লট বরাদ্দ দেওয়া হবে প্রকৃত উদ্যোক্তাদের। শিল্পায়ন প্রতিষ্ঠা ও বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মনে করছেন সংশ্লিষ্টরা। বিসিক শিল্পনগরী-১ নিয়ে আছে নানা সমালোচনা। সেখানে প্লট বরাদ্দ নিয়ে অনেকে আবাসন গড়েছেন। বেশি টাকায় ভাড়া দিয়েছেন অন্যত্র। আবার কেউ কেউ বেশি দামে বিক্রিও করেছেন। এমন ১৭ জনের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বিসিক শিল্পনগরী-২ নিয়ে যাতে এমন অভিযোগ না ওঠে সেজন্য বরাদ্দের শুরুতেই বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিসিক শিল্পনগরী-২ রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। এ প্রকল্পটি বাস্তবায়নের ফলে রাজশাহী অঞ্চলে শিল্পায়ন বিস্তার লাভ করবে এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে।’ বিসিকসূত্র জানিয়েছেন, রাজশাহী বিসিক শিল্পনগরী-২ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৭২ কোটি টাকা। এর মধ্যে ভূমি ও ভূমি উন্নয়ন ব্যয় ১০৫ কোটি টাকা। বাকি ৬৭ কোটি টাকায় শিল্প স্থাপনের সব অবকাঠামো নির্মাণ, রাস্তা, ড্রেন, কালভার্ট নির্মাণ, পানি, গ্যাস ও বিদ্যুৎ লাইন সংযোগ, সীমানাপ্রাচীর, পাম্প হাউজিং, অফিস, পানি সংরক্ষণের জন্য পুকুর ইত্যাদি স্থাপন করা হয়েছে। প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছিল গত বছরের জুন পর্যন্ত।

 তবে করোনা পরিস্থিতির কারণে তা বিলম্বিত হয়।

বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান জানান, কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিশেষায়িত শিল্পনগরী স্থাপনের মাধ্যমে রাজশাহীর মানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হবে। এখানে কাঁচামাল হিসেবে যেসব পণ্য পাওয়া যায়, সস্তা-তেমন বিষয়কে গুরুত্ব দিয়ে শিল্প প্রতিষ্ঠায় উদ্যোক্তাদের আগ্রহী করা হবে। যারা আগে প্লট বরাদ্দ নিয়েও শিল্প গড়েননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে তালিকাসহ চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর