বুধবার, ১২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ডিএসইতে ফের ৭ হাজার পয়েন্টে সূচক

নিজস্ব প্রতিবেদক

নতুন বছরে চাঙ্গা হয়ে উঠছে শেয়ারবাজার। প্রতিদিন বাড়ছে সূচক। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে প্রায় দুই হাজার  কোটি টাকা হয়ে গেছে। এতে লেনদেন তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে চলে গেছে। সূচক পৌঁছেছে ফের সাত হাজার পয়েন্টে। বছরের প্রথম সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ২৩০ পয়েন্ট বেড়ে যায়। গত আট দিনের লেনদেনে এক দিন সূচক কমেছে। বাকি সাত দিনই বেড়েছে সূচক। চলতি সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪৯ পয়েন্টে উঠে এসেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৭৬  কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৮৭ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে  লেনদেন বেড়েছে ৪৮৯ কোটি ৪৩ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ৭ অক্টোবরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইতে লেনদেন হওয়ার কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪৬টির। আর ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের বড় উত্থানের বাজারে ডিএসইতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে পাওয়ার গ্রিডের শেয়ার।

কোম্পানিটির ১৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক টাকা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ৭৪ টাকা ৪০ পয়সা। লেনদেনে দ্বিতীয় শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেডের ১২২ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। ৭২ কোটি ৬১ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮৯ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ৬২ কোটি ৭০ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর