বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরার শীতবস্ত্র পেয়ে আবেগ আপ্লুত পাঁচ গ্রামের দরিদ্ররা

প্রতিদিন ডেস্ক

বসুন্ধরার শীতবস্ত্র পেয়ে আবেগ আপ্লুত পাঁচ গ্রামের দরিদ্ররা

বসুন্ধরা গ্রুপের সহায়তায় গতকাল গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয় -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র পেয়ে গতকালও আবেগে আপ্লুত হয়েছেন গাজীপুর সদর, বগুড়া নন্দীগ্রাম, রাজবাড়ী, যশোর ও নাটোরের অসহায় হতদরিদ্ররা। গাজীপুর প্রতিনিধি জানান, বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে এদিন দুপুরে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে ৪০০ দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুকুল কুমার মল্লিক। উপস্থিত ছিলেন সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিজয় দাস, চিত্রশিল্পী ভাস্কর কুয়াশা বিন্দু, গাজীপুর শুভসংঘের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন হিশাম, সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন, দফতর সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য আর এইচ টুটুল, রায়হান, হৃদয় শীল, সিফাত, আলভি, প্রকাশ, মাহদি প্রমুখ। বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, নন্দীগ্রামে বসুন্ধরা গ্রুপের কম্বল পেয়ে ছিন্নমূল মানুষেরা আবেগে আপ্লুত হয়ে বসুন্ধরা গ্রুপের মালিকের জন্য দোয়া করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং কালের কণ্ঠ শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে কুন্দারহাট হাইস্কুল মাঠে শীতার্তদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ নন্দীগ্রাম উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা। আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের নন্দীগ্রাম প্রতিনিধি এস এফ ফারুক কামাল, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার সভাপতি হাকীম এম এ মান্নান, সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজীব, সাংবাদিক আহাদ আলী প্রমুখ।

সর্বশেষ খবর