বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

অন্যায় করেছি প্রমাণ দিলে শাস্তি মাথা পেতে নেব : মোসলেম এমপি

মনোনয়ন বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, ইউপি নির্বাচনে কোনো অন্যায় কাজ করিনি। অন্যায় কাজ করেছি প্রমাণ করতে পারলে আমি যেকোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। মোসলেম উদ্দিন এমপি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ। যুবলীগ নেতা কামাল উদ্দিন গত ৬ জানুয়ারি ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেবে বলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদ এমপির নাম দিয়ে আমার কাছ থেকে ১৫ লাখ টাকার চেক নিয়েছেন। কিন্তু দুখের বিষয়, মনোনয়ন দেওয়া দূরে থাক, কেন্দ্রে আমার নামটিও পাঠানো হয়নি। এখন আমি আমার চেক ও টাকা ফেরত চাই। সংবাদ সম্মেলনে মোসলেম উদ্দিন বলেন, মানুষের কল্যাণে রাজনীতি করি। আমার নাম করে কেউ পোস্ট করলে তার দায় আমি নেব না। আমি মানুষ, রাজনীতি করতে গিয়ে চলার পথে ভুল-ত্রুটি হতেই পারে। তবে এখন যে অভিযোগ উঠেছে, এ ধরনের কোনো অন্যায় কাজ করিনি। গণমাধ্যমে নিউজ দেখে হতাশ হয়েছি। তিনি বলেন, কেন্দ্রীয় নেতারা মনোনয়নের বিষয়টা দেখেন। আমাদের কোনো হাত নেই। আমরা শুধু তালিকা পাঠাই। উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে ফেসবুকে মোসলেম উদ্দিন আহমদ এমপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে কামাল উদ্দিনের বিরুদ্ধে গত সোমবার আদালতে মামলা করা হয়েছে।

 

সর্বশেষ খবর