বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বগুড়ার পাঁচটি দৈনিকের প্রকাশনা বন্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া থেকে প্রকাশিত পাঁচটি দৈনিক পত্রিকার প্রকাশনা তদন্ত সাপেক্ষে বন্ধের জন্য আদেশ প্রদান করেছে চলচ্চিত্র অধিদফতর। এসব দৈনিক চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে নিয়মিত মুদ্রণের কপি জমা দেয় না। পত্রিকাগুলো হলো- দৈনিক বাংলাদেশ, দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক বাংলা বুলেটিন, দৈনিক সকালের আনন্দ ও দৈনিক মুক্তবার্তা।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদ জানান, পাঁচটি পত্রিকার প্রকাশনা বাতিলের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর থেকে চিঠি এসেছে। এসব পত্রিকার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রকাশনা বাতিল করতে জেলা প্রশাসককে অনুরোধক্রমে আদেশ দিয়েছেন। এদিকে বগুড়া থেকে প্রকাশিত আরও অনেক পত্রিকা ‘লে-অফ’ ছাড়াই বন্ধ রয়েছে।

‘লে-অফ’ ছাড়া বন্ধ থাকা পত্রিকাগুলোর বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্ উদ্দিন আহমেদ আরও জানান, বিষয়টি সম্পূর্ণভাবে চলচ্চিত্র অধিফতরের আওতাধীন।

সর্বশেষ খবর