বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

মাঠ জমিয়ে রেখেছেন কাউন্সিলর প্রার্থীরা

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ভোটের মাঠ জমিয়ে রাখতে কোমর বেঁধে মাঠে নেমেছেন কাউন্সিলর প্রার্থীরা। প্রচার-প্রচারণায় শুধু প্রার্থী-ই নন, সঙ্গে নেমেছেন তাদের স্ত্রী-সন্তান ও আত্মীয় স্বজনরাও। কাউন্সিলর প্রার্থীরা যে যার মতো  ঢাকঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে গানের তালে তালে নির্বাচনী মাঠ জমিয়ে রেখেছেন। এর মধ্যে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা ‘টিকাটুলীর মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ারকন্ডিশন রয়েছে’ গানটি টুইস্ট করে স্ব স্ব প্রতীকের নামে গান বানিয়ে প্রচার মাইকে ব্যবহার করছেন। একই সঙ্গে রাস্তায় রাস্তায় নেচে-গেয়ে প্রার্থীরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন। এর মধ্যে কেউ কেউ সানাই ও ভেঁপু ভাড়া করে পাড়া-মহল্লায় উচ্চ শব্দে বাজনা বাজাচ্ছেন। কেউ কেউ প্রার্থীর ছবি টি-শার্টে লাগিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন। দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় মেয়র প্রার্থীদের চেয়ে এগিয়ে আছেন কাউন্সিলররা। এবার নির্বাচনে নাসিকের ২৭টি ওয়ার্ডে ১৮১ জন কাউন্সিলর নানা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী করোনা হিরো খ্যাত খোরশেদ খন্দকারের কর্মী-সমর্থকরা নেচে-গেয়ে উল্লাস করে পাড়া-মহল্লায় প্রচারণা চালাচ্ছেন। সেই প্রচারণায় মাইকে বেজে উঠছে গত দুটি নির্বাচনে তার জয়ের নানা কথা। সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেনের কর্মীরা ঘরে ঘরে লিফলেট বিতরণ করে স্লোগান দিচ্ছেন, ‘মা-বোন বলে যাই লাটিম মার্কা ছাড়া উপায় নাই’। প্রতিটি প্রার্থী কোনো না কোনো ছন্দে কথা বানিয়ে তা স্ব স্ব প্রচারণায় প্রচার করছেন। কেউ কেউ গীতিকার সুরকার ভাড়া করে গায়ক দিয়ে গান তৈরি করে মাইক বাজিয়ে স্ব স্ব প্রতীকের প্রচারণা করছেন। কে, কার চেয়ে বেশি পোস্টার লাগাতে পারে এ নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। নাচানাচি উল্লাস ও উৎসবমুখর পরিবেশে ওই ওয়ার্ডে যেন ঈদের আমেজ। তাই নাসিক নির্বাচনে মেয়র প্রার্থীর চেয়ে প্রচার-প্রচারণায় শত গুণ এগিয়ে আছেন কাউন্সিলর প্রার্থীরা। মূলত কাউন্সিলর প্রার্থীদের এই প্রচারণায় নাসিক নির্বাচনে একটি উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর