শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গুলশান ও ধানমন্ডির জমি দখলমুক্ত করার সুপারিশ

গাজীপুরে নির্মিত হবে ভাড়ার বিনিময়ে ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক

ম্যাজিস্ট্রেট নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে এক মাস সময় লেগে যাওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের মালিকানাধীন গুলশান লেকের পাড়ের জমি অবৈধ দখলমুক্ত করতে পারেনি তারা। অবৈধভাবে দখলকৃত গুলশান ও ধানমন্ডির জায়গাগুলো দ্রুত দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৈঠকে জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে চট্টগ্রাম হালিশহরে বাস্তবায়নাধীন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নেওয়া নিম্ন আয়ের লোকদের আবাসন প্রকল্প থমকে যাওয়ার অভিযোগ অস্বীকার করা হয়। এ সময় ওই প্রকল্পের কাজ পুরোদমে চলছে বলে কমিটিকে অবহিত করা হয়। বৈঠকে জানানো হয়, নিম্ন আয়ের মানুষের জন্য ফ্ল্যাট মালিক হওয়ার সুযোগ করে দিতে এবার গাজীপুর জেলার দত্তপাড়ায় বা টঙ্গী এরশাদনগরে ভাড়ার বিনিময়ে ফ্ল্যাট মালিক হওয়ার প্রকল্প নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৯৮ একর জমিতে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক এই প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সংসদ ভবনে গতকাল ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে এ তথ্য জানা যায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন ও মো. মনোয়ার হোসেন চৌধুরী অংশগ্রহণ করেন। যৌনকর্মীদের সমাজে পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণের সুপারিশ : যৌনকর্মীদের মৌলিক চাহিদা পূরণ করে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে কার্যক্রম গ্রহণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে যৌনকর্মীদের জীবনযাত্রা সম্পর্কে বাস্তব চিত্র ও তথ্য সংগ্রহ করে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রণয়নের জন্য কমিটির সদস্য আরমা দত্ত এমপিকে আহ্বায়ক করে একটা সাব-কমিটি গঠন করা হয়। সংসদ ভবনে গতকাল ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সাগুফতা ইয়াসমিন, বেগম নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন। চিনি আমদানি করতে পারছে না চিনি ও খাদ্যশিল্প করপোরেশন : বর্তমানে চিনি আমদানি করার মতো আর্থিক সংস্থান নেই বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের (বিএসএফআইসি)। ২০১৯-২০ অর্থবছরে চিনি আমদানির জন্য সব প্রক্রিয়া শেষ করার পরও সরকার থেকে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত না করায় চিনি আমদানি সম্ভব হয়নি। সংসদ ভবনে গতকাল শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত কার্যপত্র থেকে এসব তথ্য জানা যায়। সংসদ ভবনে গতকাল বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ, পারভীন হক সিকদার এবং মো. শফিউল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর