শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের ১৪০ সদস্য

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য মালির উদ্দেশে দেশ ছেড়েছেন পুলিশের ১৪০ সদস্য। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার মালির রাজধানী বামাকোর উদ্দেশে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। কমান্ডার মোহাম্মদ শাহিনুর আলম খানের নেতৃত্বে বাংলাদেশ ফরমড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-২-এর চতুর্থ রোটেশনের ৭০ জন ও ডেপুটি কমান্ডার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে বিএএনএফপিইউ-১-এর অষ্টম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন। গতকাল পুলিশ সদর দফতরসূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানান, ২০১৩ সাল থেকে বিএএনএফপিইউ-১, ইউনাইটেড ন্যাশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টেবিলাইজেশন মিশন ইন মালি (এমআইএনইউএসএমএ) জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মালির বামাকোয় বাংলাদেশ পুলিশের সদস্যরা পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে বিএএনএফপিইউ-২, এমআইএনইউএসএমএ মালির উত্তর ভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিওনের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। অত্যন্ত দুর্গম ভৌগোলিক অবস্থান ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাংলাদেশ পুলিশের সদস্যরা অত্যন্ত সাহসিকতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর