শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মাসের ব্যবধানে দৈনিক শনাক্ত বেড়েছে ১৫ গুণ

সাড়ে চার মাস পর শনাক্ত ছাড়াল ৪ হাজার, শনাক্তের হার ১৪২ দিনের মধ্যে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক

মাসের ব্যবধানে দৈনিক শনাক্ত বেড়েছে ১৫ গুণ

দেশে সাড়ে চার মাসের বেশি সময় পর এক দিনে করোনা রোগী   শনাক্তের সংখ্যা ফের ৪ হাজার ছাড়িয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৭৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। অথচ এক মাস আগে (১৪ ডিসেম্বর) ২৪ ঘণ্টায় মাত্র ২৯৫ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এক মাসের ব্যবধানে দৈনিক রোগী   শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় ১৫ গুণ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৭৮ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। এ সময় মারা গেছেন ছয়জন। সবশেষ এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ২৬ আগস্ট। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪.৬৬ শতাংশ, যা ১৪২ দিনের মধ্যে সর্বোচ্চ। সবশেষ এর চেয়ে বেশি শনাক্ত হারের খবর এসেছিল ২৫ আগস্ট। ২ জানুয়ারি থেকে টানা ১৩ দিন বাড়ল শনাক্তের হার। গত এক দিনেই বেড়েছে আড়াই শতাংশের বেশি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৫১ জন করোনা রোগী। গতকাল পর্যন্ত দেশে মোট ১৬ লাখ ৯ হাজার ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। প্রাণ হারিয়েছেন ২৮ হাজার ১২৯ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর