রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে রাজধানীতে শুরু হয়েছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্যের এ উৎসবে ১০ ক্যাটাগরিতে বাংলাদেশসহ ৭০টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন আনুষ্ঠানিকতার প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ড. এ কে আবদুল মোমেন বলেন, বাংলাদেশের চলচ্চিত্র সবসময়ই নান্দনিক। এ উৎসবের মাধ্যমে সৃজনশীল মানুষদের মিলনমেলা ঘটে। অন্য দেশের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্র এবং বাংলাদেশও তাদের মাধ্যমে ছড়িয়ে যায়। বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, সমগ্র বিশ্ব এখন চলচ্চিত্রে এগিয়ে যাচ্ছে। এ সময়ে বাংলা চলচ্চিত্রও পিছিয়ে নেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেসব বাংলা চলচ্চিত্র হচ্ছে তা গর্ব করার মতো। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শিত হয় লেবানন ও জার্মানির যৌথ প্রযোজনায় মারিয়া ইভানোভা জেড নির্মিত চলচ্চিত্র ‘দ্য অ্যাঙ্গার’। এর আগে দলীয়নৃত্য পরিবেশন করে নাচের দল নৃত্যম।

সর্বশেষ খবর