সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বোরো চাষে ভূগর্ভস্থ পানিস্তরের অবনমন হয় না : কৃষিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

 বোরো চাষে ভূগর্ভস্থ পানিস্তরের অবনমন হয় না : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, বোরো ধান চাষে ভূগর্ভস্থ পানিস্তরের অবনমন হয় না। ধারণা (মিথ) আছে এক কেজি বোরো ধান উৎপাদনে প্রায় ৩ হাজার থেকে ৫ হাজার লিটার সেচের পানি লাগে। কিন্তু ব্রির গবেষণায় দেখা যাচ্ছে, দেশের নিয়ন্ত্রিত সেচ ব্যবস্থাপনার মাধ্যমে মাত্র ১ হাজার থেকে ১ হাজার ৬০০ লিটার সেচের পানি দিয়ে কৃষক সফলভাবে ১ কেজি ধান উৎপাদন করছেন। তিনি বলেন, শুধু সেচ বিবেচনায় এই পানির প্রয়োজন আরও কম। যার মধ্যে আনুমানিক ৪০ শতাংশ (৪০০-৬৫০ লিটার) সিপেজ ও পারকুলেশনের মাধ্যমে ভ‚গর্ভস্থ পানির সঙ্গে মিশে যায়। সুতরাং ধান উৎপাদনে প্রকৃত পানির প্রয়োজন ৫৫০-৬৫০ লিটার। তিনি বোরো ধানে পানির অপচয় নিয়ে যে বিভ্রান্তি সমাজে প্রচলিত ছিল ব্রির এই গবেষণা ফলাফলের মাধ্যমে সে বিভ্রান্তির অবসান হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুম প্ল্যাটফরমে যুক্ত ছিলেন- কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. বেনজীর আলম এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবদুর রশীদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর