সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পাঁচ দফা দাবি আদায়ে লংমার্চের হুঁশিয়ারি গণকর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তনসহ পাঁচ দফা দাবি আদায়ে প্রয়োজনে সারা দেশের গণকর্মচারীরা সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। তিনি বলেন, দাবি আদায়ে সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রীর কাছে সরাসরি দাবিনামা পেশ করা হবে। এর পরও দাবি মানা না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করবেন গণকর্মচারীরা। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণকর্মচারী সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত সভায় সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিষদের কার্যকরী সভাপতি সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ছালজার রহমান, মো. মানিক মৃধা, আবু নাসির খান, এনামুল হক মজুমদার, বেলাল হোসেন প্রমুখ। নোমানুজ্জামান আল আজাদ বলেন, বিদ্যমান ২০টি গ্রেডকে ভেঙে ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। মূল বেতনের ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, টাইমস্কেল সিলেকশন গ্রেড ও শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর