মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিচারপতি টি এইচ খানের দাফন আজ হালুয়াঘাটে

নিজস্ব প্রতিবেদক

আজ ময়মনসিংহের হালুয়াঘাটে দাফন করা হবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, প্রবীণতম আইনজীবী ও আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারপতি তাফাজ্জাল হোসেন (টি এইচ) খানকে। গতকাল ঢাকায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার প্রথম জানাজা এবং মোহাম্মদপুরের মিনার মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় হালুয়াঘাটে। এদিকে বিচারপতি টি এইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের উভয় (হাই কোর্ট ও আপিল) বিভাগের বিচার কাজ বন্ধ রাখা হয়েছিল। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিসহ অসংখ্য আইনজীবী অংশ নেন। টি এইচ খানের বড় ছেলে সাংবাদিক ও আইনজীবী আফজাল এইচ খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হালুয়াঘাট উচ্চবিদ্যালয়ে তৃতীয় এবং বেলা আড়াইটায় হালুয়াঘাটের ঔটি গ্রামে নিজ বাড়িতে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে প্রখ্যাত এই আইনজীবীকে। এর আগে গত রবিবার বিকাল ৫টায় সুপ্রিম কোর্টের প্রবীণতম এই আইনজীবী রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ১০২ বছর। তার আগে রবিবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতাসহ নিউমোনিয়ায় ভুগছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর