শিরোনাম
মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কোন পথে ছুটছে করোনা

চট্টগ্রামে উপসর্গ ছাড়াই সংক্রমণ, রাজশাহীতে এক লাফে বাড়ল ৪ গুণ, বরিশাল-খুলনায়ও ঊর্ধ্বমুখী

প্রতিদিন ডেস্ক

কোন পথে ছুটছে করোনা

সাধারণ কিংবা তীব্র কোনো উপসর্গ ছাড়াই চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। আর রাজশাহীতে এক লাফে সংক্রমণ বেড়েছে ৪ গুণ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা সংক্রমণের হার এক দিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। খুলনায়ও শনাক্ত গিয়ে ঠেকেছে ৩ অঙ্কের কোঠায়।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, করোনার ক্ষেত্রে অতীতে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মতো দৃশ্যমান উপসর্গ থাকলেও এবার অধিকাংশের ক্ষেত্রে এসবের কিছুই দেখা যাচ্ছে না। তীব্র উপসর্গ ছাড়া নীরবেই সংক্রমণ হচ্ছে। চট্টগ্রামে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রবিবার এক দিনেই মারা যান তিনজন। এর আগে চট্টগ্রামে সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন গত বছরের ৬ অক্টোবর। তিন মাস ১১ দিন পর তিনজন মারা গেলেন। তিনজনই নগরের বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহী জেলায় এক দিনে রেকর্ড করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। রবিবার রাজশাহীর দুটি ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৭৭ জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩৩ দশমিক ১৯ শতাংশ। শনিবার ২২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ২২ জন। শনাক্তের হার ছিল ০৯ দশমিক ৬৫ শতাংশ। অর্থাৎ এক দিনের ব্যবধানে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন প্রায় ৪ গুণ বেশি।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল জানান, শেরেবাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনা সংক্রমণের হার এক দিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে। রবিবার রাতে পিসিআর ল্যাবের সবশেষ রিপোর্টে ৯০ জনের পরীক্ষায় ১১ জন শনাক্ত হন। শনাক্তের হার ১২.২২ ভাগ। শনিবার রাতের রিপোর্টে ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হন। এদিকে শেরেবাংলার করোনা ওয়ার্ডে গতকাল সকালে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে একজন করোনা ওয়ার্ড ত্যাগ করেন। একই সময়ে নতুন একজন এ ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, খুলনা বিভাগের ১০ জেলায় করোনা সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার শনাক্তের সংখ্যা ছিল ৮৯। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেক পিসিআর মেশিনে ২৮২ জনের করোনা পরীক্ষায় ৩১ জন শনাক্ত হন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর