মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ময়মনসিংহ ও নেত্রকোনায় বসুন্ধরার কম্বল বিতরণ

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহ ও নেত্রকোনায় বসুন্ধরার কম্বল বিতরণ

ময়মনসিংহের ত্রিশালে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে গতকাল কম্বল বিতরণ করে বসুন্ধরা গ্রুপ

ময়মনসিংহের ত্রিশালে মাদরাসা শিক্ষার্থী, গফরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিলাসী এবং নেত্রকোনার পূর্বধলা ও কলমাকান্দায় দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও শুভসংঘের উদ্যোগে গতকাল বয়স্ক নারী, শিক্ষার্থী, পত্রিকার হকার, বিভিন্ন জাতি গোষ্ঠী, প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছে দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল দুপুরে উপজেলার চিকনা গ্রামের আশেকী দারুল উলুম মাদরাসায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় ও শুভসংঘের উদ্যোগে হাফেজে কোরআন শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। অতিথি ছিলেন ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেন, মতিউর রহমান সেলিম, সংবাদপত্র এজেন্ট কামাল হোসেন। কম্বল নিয়ে ঘরে গিয়ে সবাই কোরআন তিলাওয়াত করে মুনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা বসুন্ধরা গ্রুপের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। এদিকে, ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের শিলাসী এলাকার শারীরিক প্রতিবন্ধী হাইজউদ্দিনের মা বৃদ্ধা মনোয়ারা খাতুন (৭৫) কম্বল পেয়ে আনন্দাশ্রু ফেলে দুই হাত তুলে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আল্লায় তোমগর মঙ্গল করব। এই কনকইন্যা শীতের মইধ্যে অসহায় গরিবরে তোমরা কম্বল দেয়া আরাম দিছ। আমার পঙ্গু (শারীরিক প্রতিবন্ধী) পোলাডা আরামে থাকব। আল্লায় তোমডারে আরাম দিব।’ গতকাল বিকালে মহিলা ডিগ্রি কলেজ মাঠে বসুন্ধরার সহায়তায় ও শুভসংঘের আয়োজনে শতাধিক বয়স্ক নারী শিক্ষার্থী, পত্রিকার হকার, প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসান, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, উপজেলা পাট কর্মকর্তা ফজলুল হক, উপজেলা শুভসংঘের সভাপতি আবদুল হামিদ বাচ্চু, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজমুন আহম্মেদ, উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ ফারুকী, যুগ্ম সম্পাদক মাহতাব উদ্দিন সাদেক, সাংগঠনিক সম্পাদক বুলবুল হোসেন, কোষাধ্যক্ষ অনীল রায়, সংরক্ষিত পৌর কাউন্সিলর পারভীন আক্তার, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনউদ্দিন সবুর, সাংবাদিক নজরুল ইসলাম, শুভসংঘের বন্ধু হাসানুজ্জামান রাসেল প্রমুখ। নেত্রকোনা : হাড় কাঁপানো শীতের কষ্ট থেকে রক্ষায় সীমান্তের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গতকাল দিনব্যাপী নেত্রকোনার পূর্বধলা ও সীমান্ত উপজেলা কলমাকান্দার বিভিন্ন জাতি-গোষ্ঠীর ৭ শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীত থেকে বাঁচতে একমাত্র ভরসা কম্বল পেয়ে খুশি এখানকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আর এমন কাজকে সাধুবাদ জানিয়ে বসুন্ধরা গ্রুপের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় প্রশাসনও। বৃহৎ এ প্রতিষ্ঠানের মানবিক বিভিন্ন কাজের সঙ্গে দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের জন্য এলাকার জনপ্রতিনিধিরাও ধন্যবাদ জানিয়েছেন বসুন্ধরা গ্রুপকে। দুপুরে কলমাকান্দা উপজেলার আদিবাসী অধ্যুষিত গ্রাম নলচাপরা উচ্চবিদ্যালয় মাঠে ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ৫০০ কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, নবনির্বাচিত নলচাপরা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, শুভসংঘের উপসম্পাদক ও পরিচালক জাকারিয়া জামান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সোহান আহমেদ কাকন, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি কামাল পাশাসহ শুভসংঘের সকল পর্যায়ের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অন্যদিকে পূর্বধলা উপজেলা প্রেস ক্লাবের সামনে ২০০ কম্বল বিতরণ করা হয়। এ সময় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেওয়া মানসম্মত কম্বল হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন অবহেলিত জনপদের শীতার্তরা। ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপ সাধারণ মানুষের কল্যাণে এভাবেই এগিয়ে আসবে এমন প্রত্যাশা করছেন স্থানীয়সহ অতিথিরা। স্থানীয় জনপ্রতিনিধিরা দেশব্যাপী বসুন্ধরা গ্রুপের শীতবস্ত্র বিতরণের উদ্যোগকে দৃষ্টান্ত উল্লেখ করে দেশের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকেও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, এ পর্যন্ত দেশের ৩২ জেলার অসংখ্য হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এ বছর ৬০ হাজার শীতার্ত মানুষের মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর