মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

রেজিস্ট্রেশন করেনি জেএসসির দেড় হাজার শিক্ষার্থী!

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রামে শিক্ষকদের অবহেলা, অসচেতনতা, দায়িত্বহীনতার কারণে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর এখনো জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) রেজিস্ট্রেশন হয়নি। ফলে চিন্তিত অভিভাবকরা। শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে এক ধাপ ‘এগিয়ে’ যাবে কি না সেই টেনশনে আছেন অভিভাবক-শিক্ষার্থীরা। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো রেজিস্ট্রেশন করেনি সেগুলোর বিলম্বের কারণসহ বিস্তারিত উল্লেখ করে বোর্ড বরাবর আবেদন করা যাবে কি না তা নিয়ে আলোচনা করবেন বলে জানান বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, অধিকাংশ স্কুলের জেএসসির রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমাদের কিছু স্কুলে হয়নি। শিক্ষকরা সময়মতো বলেননি তাই বিষয়টা আমরাও জানতাম না। বোর্ড বিবেচনা করলে পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে বলে জানান তারা। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাউথ সন্দ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার স্কুলের জেএসসির রেজিস্ট্রেশন করবে ২৩৪ শিক্ষার্থী। বোর্ড থেকে তাগাদা দেওয়ার পরও যথাসময়ে বিষয়টি না জানায় অনিচ্ছাকৃত ভুলে একটু দেরি হয়ে গেছে। আজ (সোমবার) আবেদনসহ জমা দিয়েছি বোর্ডে।’ শুধু আমার স্কুল নয়, আরও অনেক স্কুল জমা দেয়নি।’

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম (আলেক্স আলীম) বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এটা শিক্ষকদের সচেতনতার বিষয়। জেএসসি রেজিস্ট্রেশনের জন্য নোটিস দেওয়া হয়েছে একাধিকবার। সময় শেষ হওয়ার পরও কোনো প্রতিষ্ঠান আবেদন করেনি। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয়টা বিবেচনা করেই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে সেই প্রতিষ্ঠানের দায়িত্বশীল বা শিক্ষকদের যথাযথ জবাব দিতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর