শিরোনাম
মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

লেনদেন সূচক বেড়েছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। দুই বাজারেই লেনদেনে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৫ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৮৬ কোটি ৭৩ লাখ টাকা। লেনদেন বেড়েছে ১৭৯ কোটি ৯৩ লাখ টাকা। দাম বেড়েছে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। বিপরীতে দাম কমেছে ১৫২টির। আর ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার পরিমাণে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ১৩১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১২ টাকা ৪০ পয়সা বেড়েছে ১৩৮ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। সাইফ পাওয়ার ১০০ কোটি ৬৩ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় শীর্ষে ও বেক্সিমকো লিমিটেড ৯০ কোটি ৪ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ২১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৪টির এবং ৩৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর