মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংসদে বাবলা

মার্কিন নিষেধাজ্ঞায় পড়া কর্মকর্তারা দক্ষ ও দেশপ্রেমিক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির এমপি সৈয়দ আবু হোসেন বাবলা সংসদে বলেছেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তারা সবাই দক্ষ ও দেশপ্রেমিক। এই নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে দাবি করে তিনি গুজব রটনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে অচিরেই যুক্তরাষ্ট্র সরকার এসব দেশপ্রেমিক কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ১৬তম অধিবেশনের দ্বিতীয় দিনে গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে ‘বিতর্ক তুলনামূলক কম হয়েছে’। তবে নিজের নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সরকার নির্বাচন ‘স্বচ্ছ ও নিরপেক্ষ হয়নি’।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করবো। আমার নির্বাচন এলাকার যে পৌর নির্বাচন হয়েছে। তা যেন তদন্ত করা হয়।

তার যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের বির"দ্ধে ব্যবস্থা গ"হণ করবেন কিনা- এটি আমার দাবি। তা নাহলে কেন আমরা সংসদে থাকবো? আমি আপনার কাছে প"শ্ন রাখতে চা"িছ এই কারণে, যারা দায়িত্বে রয়েছেন। আমার সঙ্গে কথা বলেছেন। স্বরাষ্ট"মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, পুলিশ ও নির্বাচন কমিশন কথা দিয়েছিলো। তারপরও নির্বাচন সুষ্ঠু হয়নি।’

এসময় স্পিকার তার মাইক বন্ধ করে দেন। এরআগে এই সংসদ সদসস্যের বক্তব্যের সময় সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। তিনি সরকার দলীয় সংসদের উদ্দেশে বলেন, ‘এত অধৈর্য হইয়েন না প্লিজ। এত অধৈর্য হ"েছন কেন? যা সত্য, তা বলার অন্তত সুযোগ স্পিকার আমাকে দিয়েছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর