বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শেয়ারের দর বেড়েছে বাড়েনি সূচক

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে গতকালের লেনদেনে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক আগের দিনের চেয়ে বাড়েওনি কমেওনি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৫ পয়েন্টে স্থির ছিল। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭১২ কোটি ৮৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৬ কোটি ১৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের দর বেড়েছে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৪৬টির। আর ৪৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৯৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২ টাকা ৬০ পয়সা কমে কোম্পানির শেয়ার দর হয়েছে ১৩৫ টাকা ৭০ পয়সা।  দ্বিতীয় শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেডের ৯৫ কোটি ৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৮৩ কোটি ৬০ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সাইফ পাওয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১০টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর