বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে চিকিৎসক পরিচয়ে প্রতারণা, দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চিকিৎসক পরিচয় দিয়ে রক্ত পরীক্ষার নামে রোগীর আত্মীয়কে মারধর ও আটকে রেখে টাকা আদায়ের অভিযোগে দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। সোমবার রাত ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন রাজপাড়া থানার কেশবপুরের সালমান শরিফ বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মকরমপুরের জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। পুলিশ জানায়, নওগাঁর আত্রাই উপজেলার মাধবপুর গ্রামের সিরাজুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত ১০টায় সালমান শরিফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সেই ওয়ার্ডে ভর্তি সিরাজুল ইসলামের শরীর থেকে রক্ত নেন। একই সঙ্গে আরও কয়েকজন রোগীর শরীর থেকে রক্ত নেন। হাসপাতালের চিকিৎসক মনে করে তারা রক্ত দেন। রক্ত সংগ্রহের পর সালমান রোগীর ছেলে সুমনকে ১ ঘণ্টা পর রাজশাহী ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করার জন্য বলেন। সুমন রাত ১১টায় ওই ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট আনতে গেলে আসামিরা রিপোর্ট বাবদ ৪ হাজার টাকা দাবি করেন। সুমন জানান, সরকারি চিকিৎসক ভেবে তারা পরীক্ষা করার জন্য রক্ত দিয়েছেন। এত টাকা দেওয়ার সামর্থ্য তাদের নেই। তাই বাবার কাগজ ফেরত চাইলে সালমান, জাহিদসহ আরও দুজন সুমনকে ওই সেন্টারে আটকে রেখে মারধর করেন এবং তার পকেটে থাকা ৪ হাজার ৫০ টাকা কেড়ে নেন। এ ঘটনায় সুমন আলী রাজপাড়া থানায় মামলা করেছেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, মামলার পর রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর মোড় থেকে সালমান ও জাহিদকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর