বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

যৌতুক মামলায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অগ্রণী ব্যাংক চট্টগ্রাম শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম মশিউর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। কিন্তু রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মনসুর আলম জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। তার বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ ছিল। নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনালী ব্যাংক রাজশাহীর কাদিরগঞ্জ গ্রেটার রোড শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার তাসমীন এহসানের করা নির্যাতন ও যৌতুক মামলায় গতকাল তাকে কারাগারে পাঠানো হয়। রাজশাহী কোর্ট পুলিশ পরিদর্শক আবুল হাশেম জানান, আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে ৩ সেপ্টেম্বর রাজশাহীতে এই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ করেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী। অভিযুক্ত এস এম মশিউর রহমান আগ্রাবাদ সার্কেল চট্টগ্রাম শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। যৌতুক না পেয়ে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।

সর্বশেষ খবর