বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বেতন-ভাতা না পেয়ে পলিটেকনিকের ৭৭৭ শিক্ষকের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক

কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন সরকারি ৪৯ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ)’ প্রকল্পের ৭৭৭ শিক্ষক দেড় বছর বেতন-ভাতা না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। গতকাল এ শিক্ষকরা সারা দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন (বিপিটিএফ) এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখা, বাংলাদেশ ব্যানারে শিক্ষকরা এসব কর্মসূচি পালন করেন। গতকাল ঢাকা পলিটেকনিকের সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করা হয়। বিপিটিএফের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন; আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কারিগরি শাখার সভাপতি সুমন হায়দারসহ অন্য শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন। শিক্ষকরা বলেন, কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে ২০১২ ও ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় কারিগরি শিক্ষা অধিদফতরাধীন সরকারি ৪৯ পলিটেকনিক  ইনস্টিটিউটে এক হাজার ১৫ জন শিক্ষক নিয়োগ করা হয়। বর্তমানে এ প্রকল্পে ৭৭৭ জন শিক্ষক কর্মরত।

প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে রাজস্ব খাতে স্থানান্তরের অনুমোদন থাকলেও এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। বেতন ভাতাদি না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন এ শিক্ষকরা। চাকরি রাজস্ব খাতে স্থানান্তর ও বকেয়া বেতন পরিশোধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

 

সর্বশেষ খবর