বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্কুল পরিচালনায় পঞ্চম শ্রেণি পাস সভাপতি, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে পঞ্চম শ্রেণি পাস সভাপতি চান না শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রতিবাদ সভা করেছেন ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। স্থানীয়রা জানান, ১২ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানটির সভাপতি জমসেদ আলীর দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে। শিক্ষাগত যোগ্যতায় তিনি ছিলেন এইচএসসি পাস। জমসেদের মেয়াদ শেষ হওয়ায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হয়েছেন মাহাবুল আলম বাবু। তিনি পঞ্চম শ্রেণি পাস। স্থানীয় মেরাজুল ইসলাম জানান, বর্তমানে যাকে (বাবু) শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে তিনি পঞ্চম শ্রেণি পাস। তিনি কখনো হাইস্কুলে যাননি। এমন সভাপতিকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকরা চান না। তবে বানেশ্বর শহীদ নাদের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন নান্নু বলেন, ‘স্থানীয় এমপি ও রাজশাহী শিক্ষা বোর্ডের দেওয়া সভাপতি বাবু। আমরা তাকে নিয়েই সুন্দরভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতে চাই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর