শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ফেরিঘাটে ট্রাকের সারি

রাজবাড়ী ও মানিকগঞ্জ প্রতিনিধি

ফেরিঘাটে ট্রাকের সারি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিপারের অপেক্ষায় শত শত যানবাহন -বাংলাদেশ প্রতিদিন

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের উভয় পাড়ে ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। পদ্মায় নাব্য ও ফেরি সংকটে কয়েকদিন ধরে এ ভোগান্তি চলছে। তবে উভয় পাড়ে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপারের কারণে তাদের ভোগান্তি কম হচ্ছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ট্রাক ও কাভার্ড ভ্যান চালকদের। গতকাল দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে মানিকগঞ্জের ঘাট থেকে পারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। ট্রাকচালক রহিম মিয়া বলেন, ‘গোয়ালন্দ মোড় এলাকায় আমাদের আটকে থাকতে হয়নি। তবে একটি সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে আধাঘণ্টা আটকে থাকতে হয়েছে। ঘাটে গিয়ে আরও ৭-৮ ঘণ্টা অপেক্ষা করে হয়তো ফেরিতে উঠতে পারব।’ বাসযাত্রী কল্পনা বিশ^াস বলেন, ‘দৌলতদিয়া প্রান্তে অগ্রাধিকার ভিত্তিতে বাস পার করায় আমাদের ভোগান্তি কম হয়েছে। তবু ৪-৫ ঘণ্টা আটকে থেকে ফেরিতে উঠতে পেরেছি।’বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের স্টেশন অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ১০টি রো-রো ফেরি। যে কারণে যাত্রীদের ভোগান্তি তুলনামূলক কম হচ্ছে।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর