শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় এক নারীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগে জসীম উদ্দীন বাপ্পি (৫০) নামে এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জামিউল হায়দার এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। জানা যায়, ২০১৭ সালের ২৯ মার্চ সীতাকুণ্ড উপজেলার কুমিরার কবির পাহাড়ে রান্নার জন্য কাঠ কাটতে যান শারমিন আক্তার। আসামিরা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর তাকে বাপ্পি ছুরিকাঘাতে হত্যা করেন। এক দিন পর শারমিনের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে শারমিনকে ধর্ষণের পর হত্যার প্রমাণ পাওয়া যায়। ৩০ মার্চ অজ্ঞাত আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা হয়। পরে বাপ্পিকে গ্রেফতার করলে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় আরও চার আসামি ছিলেন এর মধ্যে দুজন কারাগারে মৃত্যুবরণ করেন। মামলায় শরীফ ও আইয়্বু নামে আরও দুজনকে আদালত খালাস দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর