শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বরিশালে হরিজন সম্প্রদায়ের মাঝে ৯২টি আধুনিক ফ্ল্যাট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীর কাউনিয়ায় হরিজন সম্প্রদায়ের জন্য সেবক কলোনিতে ছয় তলা বিশিষ্ট দুটি নতুন ভবন উদ্বোধন হয়েছে। গতকাল দুপুরে নগরীর কাউনিয়া এলাকার জানকী সিংহ রোড সংলগ্ন সেবক কলোনিতে আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোট ১৪ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ৮২২ টাকা ব্যয়ে সেবক কলোনিতে ছয় তলা বিশিষ্ট দুটি ভবন নির্মাণ করে সিটি করপোরেশন। ভবন দুটিতে মোট ৯২টি ফ্ল্যাট এবং একটি কমিউনিটি সেন্টার রয়েছে। উদ্বোধন শেষে মেয়র লটারির মাধ্যমে হরিজন সম্প্রদায়ের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করেন। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে অভ্যস্ত হরিজনদের আধুনিক মানের ফ্ল্যাট বরাদ্দ দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন মেয়র সাদিক আবদুল্লাহ। আগামীতে সিটি করপোরেশন ছাড়াও সরকারি অন্যান্য সংস্থায় নিয়োজিত সুইপারদেরও আধুনিক মানের ফ্ল্যাট দেওয়া হবে বলে জানান মেয়র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর