শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কুবির রেজিস্ট্রার দফতরে তালা শিক্ষক সমিতির প্রতিবাদ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্যের নিন্দা ও রেজিস্ট্রার দফতরে তালা ঝুলানোর প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও ক্ষোভ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সিংহভাগ কর্মকর্তা-কর্মচারী সুচারুভাবে কাজ করে আসছিল। কিন্তু গত ১৯ জানুয়ারি গুটিকয়েক কর্মকর্তা-কর্মচারী ঔদ্ধত্যপূর্ণ অশালীন মন্তব্য ও শিক্ষকদের বিষয়ে আপত্তিকর ও শিষ্টাচার-বহির্ভূত আচরণ করে। এ ধরনের আচরণ করে তারা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। এর আগে বুধবার কর্মকর্তা থেকে রেজিস্ট্র্রার-প্রধান ও বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহেরের অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ ও বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ। পরে রাত ৮টায় রেজিস্ট্রার দফতরে তালা ঝুলিয়ে দেয় তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর