শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সপ্তাহজুড়েই উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহজুড়ে উত্থান হয়েছে শেয়ারবাজারে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৮৮ পয়েন্ট। তবে সপ্তাহের শেষ দিনে গতকাল ডিএসইর মূল্যসূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসইতে সপ্তাহের পাঁচ দিনের লেনদেনে প্রতিদিনই সূচক বেড়েছে। শেষ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ৭১০৫ পয়েন্টে উঠে এসেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬০১ কোটি ২০ লাখ টাকা। আগের দিন হয় ১ হাজার ৭৩৫ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৩৪ কোটি ৩৭ লাখ টাকা। ডিএসইতে দাম বেড়েছে ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ১৭৪টির। আর ৪২টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিডেটের শেয়ার। কোম্পানিটির ২৪৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮ টাকা ৭০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ১৬০ টাকা ৪০ পয়সা। দ্বিতীয় শীর্ষে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৭১ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪১ কোটি ৩১ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন শুজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৪ কোটি ৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। দাম কমেছে ১৩০টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর