রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৃষকের বোরো বীজতলায় বড় বাধা ঘন কুয়াশা ও শীত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ঘন কুয়াশা ও শীত বোরো বীজতলার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বীজতলার বয়স ৪০ থেকে ৪৫ দিন হলে তা জমিতে রোপণ করা হয়। কিন্তু চারা রোপণের আগেই শীত ও কুয়াশা বীজতলার জন্য হুমকি হয়ে পড়েছে। এতে কৃষকরা চিন্তিত। অনেকে পলিথিন দিয়ে বীজতলা ঢেকে তা রক্ষা করার চেষ্টা করছেন।

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুড়াদহ এলাকার চাষি আবদুর সবুর জানান, এক দোন (২৪ শতক) জমির জন্য চারা কিনতে দাম পড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। বীজতলা নষ্ট হলে দাম আরও বেড়ে যাবে। তাই তিনি জমিতে রোপণ না করা পর্যন্ত বীজতলায় চারার পরিচর্যা অব্যাহত রাখছেন। আলু উত্তোলনের পর যারা ওই জমিতে বোরো আবাদ করবেন তারা ইতোমধ্যে চারা রক্ষায় শুকনো বীজতলা করে পলিথিন দিয়ে ঢেকে রাখছেন।

সর্বশেষ খবর