রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সিলেটে ঘরে ঘরে করোনা উপসর্গ

চাপ বাড়ছে হাসপাতালে

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেটে বেড়েছে করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশির প্রকোপ। প্রায় প্রতিটি ঘরেই ছড়িয়ে পড়েছে এ অসুখ। জ্বরের মাত্রা বাড়লে কেউ কেউ নমুনা পরীক্ষা করাচ্ছেন। তবে বেশির ভাগ অসুস্থ মানুষ নমুনা পরীক্ষা না করিয়ে ফার্মেসি থেকে জ্বর, সর্দি ও কাশির ওষুধ নিয়ে খাচ্ছেন। গেল কয়েক দিন থেকে নমুনা পরীক্ষা বাড়ায় বেড়েছে আক্রান্ত শনাক্তের হার। একই সঙ্গে বাড়ছে হাসপাতালে রোগীর চাপ। করোনার উপসর্গ নিয়ে অসুস্থরা ভর্তি হচ্ছেন হাসপাতালে। তিন সপ্তাহের ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে প্রায় ৭ গুণ।

চলতি মাসের শুরু থেকে সিলেটে জ্বর -সর্দির প্রকোপ দেখা দেয়। দিন দিন বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। করোনার উপসর্গ বাড়ায় ল্যাবগুলোতেও নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তে থাকে। একই সঙ্গে বাড়ে করোনা শনাক্তের হার। চলতি জানুয়ারি মাসের প্রথম দিন নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ছিল ১.৩১ শতাংশ। এর আগে ডিসেম্বর মাসে এ হার নেমে এসেছিল শূন্যের কোঠায়। ১ জানুয়ারি ৬০৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন আটজন। এরপর থেকে একদিকে বাড়তে থাকে জ্বর-সর্দির প্রকোপ, অন্যদিকে বাড়ে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে সিলেটে প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে সর্দি- জ্বর। তবে জ্বর-সর্দি ও কাশির প্রকোপ বাড়লেও বেশির ভাগ অসুস্থ মানুষ নমুনা পরীক্ষা করাতে নারাজ।

সর্বশেষ খবর