সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিদেশে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং’-এ অভিন্ন প্ল্যাটফরমের সিদ্ধান্ত

আন্তমন্ত্রণালয় বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

একটি অভিন্ন প্ল্যাটফরম গঠন করে তার মাধ্যমে দেশের সব সরকারি-বেসরকারি সংস্থা নিজ নিজ ক্ষেত্র থেকে বিদেশে বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিদেশে বাংলাদেশ ব্র্যান্ডিং শীর্ষক এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে, এই কমন প্ল্যাটফরমকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ও তার বিদেশের মিশনগুলো নিয়ে সব কাজে সর্বাত্মক সহযোগিতা করবে। স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের ফলে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি, পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ে এ বৈঠক হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আনক্লস সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন, আইসিটি বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ফেডারেশন অব বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক  সমিতির (বিজিএমই) প্রতিনিধিরা।

 সভায় পররাষ্ট্র সচিব অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন দিকের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট লক্ষ্যগুলো তুলে ধরেন। এতে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ও বৈচিত্র্য সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি ও বৈচিত্র্য বৃদ্ধি, মানসম্মত সেবা, মানব সম্পদ ও দক্ষতা রপ্তানি, প্রযুক্তি স্থানান্তরের বিষয়গুলো উঠে আসে। বহির্বিশ্বে বাংলাদেশের শক্তিশালী ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক রোডম্যাপ তৈরির ব্যাপারে বিভিন্ন আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে একটি জাতি ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের শক্তিগুলো চিহ্নিত করে সেগুলোকে বিদেশে তুলে ধরার জন্য আরও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। দেশের একটি সঠিক ও ভবিষ্যৎমুখী চিত্র তুলে ধরার জন্য ব্যাপক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ খবর