সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ ২৪ জানুয়ারি, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস। ৫৩ বছর আগে পাকিস্তানের তৎকালীন প্রদেশ পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা এবং ছাত্রসমাজের ১১ দফা দাবির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকায় ছাত্র মিছিলে পুলিশ গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান নিহত হন। তাঁর আত্মদানের পর ছাত্র-শ্রমিক-জনতার লাগাতার আন্দোলনের মুখে ২৪ জানুয়ারি সারা বাংলায় গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। এ দিন ঢাকায় সচিবালয়ের সামনের রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র কিশোর মতিউরসহ দুজন শহীদ হন। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

 দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন ছাত্র, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে শহীদ আসাদ পরিষদও কর্মসূচি নিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর