সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভারত বাংলাদেশ এক মায়ের দুই সন্তান : সহকারী হাইকমিশনার

ভোলা প্রতিনিধি

ভারতের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশ ভারতের রক্তের সম্পর্ক। ভারত বাংলাদেশ এক মায়ের দুই সন্তান। বাংলাদেশিদের জন্য ভারতীয়দের অনেক ভালোবাসা রয়েছে। যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। গতকাল সকালে ভোলার বাপ্তা গ্রামে প্রায় ২৫০ বছরের পুরনো শ্রীশ্রী কালীমাতার মন্দির পরিদর্শন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজেশ কুমার এসব কথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু। যে কোনো প্রয়োজনে সবার আগে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। ১৯৭১ সালে ভারত বন্ধুর মতোই বাংলাদেশকে সহযোগিতা করেছে। ভবিষ্যতেও করবে। এই দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

 বলেও উল্লেখ করেন রায়না।

 

ভোলা জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ ও শ্রীশ্রী করুণাময়ী কালীমাতার মন্দির ও সর্বতীর্থ ধাম কমিটি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অবিনাশ নন্দী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর